প্রায় ১৫ বছরের সঙ্গী ছিল মাইক্রোসফ্টের জনপ্রিয় এমএসএন ম্যাসেঞ্জার। এবার তা বন্ধ হতে চলেছে। ভারতে রেডিফ বল, ইয়াহুর মতো MSN ম্যাসেঞ্জারের নতুন বন্ধুত্বের প্রাপ্তি আজও স্মৃতিতে ভেসে বেড়ায়। কিন্তু ফেসবুক, টুইটারের জনপ্রিয়তার কাছে MSN আজ ফিকে হয়ে গিয়েছে।
২০১২ তে মাইক্রোসফ্ট প্রথম ঘোষণা করে, সমস্ত উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট স্কাইপে পরিবর্তন করে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় চিনে। কারণ এখন পর্যন্ত চিনে সবথেকে বেশি MSN ব্যবহার করে থাকে। তাই ফের মাইক্রোসফ্ট সতর্ক করে চিনা MSN ব্যবহারকারীদেরকে ৩১ অক্টোবরের মধ্যে স্কাইপে চলে আসার জন্য।
১৯৯৯ প্রথম MSN ম্যাসেঞ্জার চালু হয়। পরবর্তীকালে AOL ম্যাসেঞ্জার নামে পরিচিত ভিডিও, ফটো, গেম প্রভৃতি ফিচার থাকায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে।