গ্রাহকদের জন্য গাড়ি কেনার বিশেষ ঋণ সুবিধা চালু করেছে দেশের গাড়ি কেনাবেচার অনলাইন হাট http://www.carmudi.com.bd/?gclid=COmjooKkx8ACFVUTjgod-bQAwQ কারমুডি। বিনিয়োগ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান আইডিএলসি এর মাধ্যমে কারমুডি’র গ্রাহকরা চলতি সপ্তাহ থেকে শুরু হয়ে সীমিত সময়ের জন্য অ্যাপলিকেশন ফি ছাড়াই স্বল্প প্রসেসিং ফি বাবদ গাড়ির জন্য ঋণ নিতে পারবেন।
এ বিষয়ে কারমুডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান বলেন, 'কারমুডি বর্তমান বাজারে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, সুতরাং এসময়ে আমাদের বিশ্বস্ত গ্রাহকেরা যেন বিশেষ কিছু সুবিধা পায়- সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইডিএলসি বাংলাদেশের অন্যতম বৃহত্তম কার লোন প্রদানকারী প্রতিষ্ঠান এবং তাদের সহযোগিতায় এধরনের একটি সেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। কারমুডির গ্রাহকদের জন্য আমরা ভবিষ্যতেও এ ধরণের সুযোগ-সুবিধা নিয়ে আসবো বলে আশা রাখি।'