আফ্রিকায় জনপ্রিয় হয়ে উঠছে অ্যানিমেশন। মহাদেশটির আইভরি কোস্ট, নাইজেরিয়া, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকায় ইতোমধ্যে অ্যানিমেশন তৈরির স্টুডিও গড়ে উঠেছে। কিন্তু এই বিষয়ে পড়াশোনার সুযোগ আছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা এসব দেশে খুবই কম।
তবে সম্প্রতি সেনেগালে বিভিন্ন মিডিয়ার মালিক এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থ সহায়তায় এ বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিভাবান কয়েকজন তরুণ অ্যানিমেটরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে থ্রি-ডি নির্মাণের বিষয়ে। বিবিসি বাংলা।