ইন্টারনেট ব্যবহারের বাড়বাড়ন্ত ও অনলাইন ব্যাংকিং-এর রমরমার জেরে সাইবার অপরাধীদের স্বর্গরাজ্যহয়ে উঠেছে ভারত। সম্প্রতি ইন্টারনেট নিরাপত্তা পরিষেবা প্রদানকারী সংস্থা ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, অনলাইন লেনদেনের ভিত্তিতে ম্যালওয়্যার কাজে লাগিয়ে একের পর এক রাহাজানি সংগঠিত করে চলেছে সাইবার অপরাধীরা।
চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে করা এক সমীক্ষায় ধরা পড়েছে, অনলাইন ম্যালওয়্যার ব্যাংকিং-এর শিকারের তালিকায় সবার উপরে রয়েছে জাপান। সে দেশে এই তিন মাসে ম্যালওয়্যার সংক্রান্ত অপরাধের সংখ্যা ১৩,০০০। এরপরই তিন মাসে ৫,০০০ অপরাধের সুবাদে আমেরিকার স্থান। আর তিন মাসে ৩,০০০ অনলাইন ব্যাঙ্কিং কেন্দ্রিক অপরাধের জেরে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের নাম।