আইফোন-৬ এর সঙ্গে অ্যাপল তার স্মার্টওয়াচ আইওয়াচও নিয়ে এলো। স্মার্টওয়াচটির নাম দেওয়া হয়েছে অ্যাপল ওয়াচ। অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন, ২০১৫ সালের শুরু থেকেই গ্রাহকরা এটি পাবেন। তিনি বলেন, অ্যাপল ওয়াচে স্যাপিয়ার গ্লাস ব্যবহার করা হয়েছে। আর এর বডিতে ব্যবহার করা হয়েছে স্টেইনলেস স্টিল।
অ্যাপল ওয়াচ, অ্যাপল ওয়াচ স্পোর্ট ও অ্যাপল ওয়াচ অ্যাডিশান এ তিনটি কালেকশনে পাওয়া যাবে এটি। স্মার্টওয়াচটির মূল্য শুরু ৩৪৯ ডলার থেকে।
দুইটি ভিন্ন আকারে তৈরি এ স্মার্টওয়াচটিতে স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্তিক বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে। এছাড়া দ্রুত ম্যাসেজ আদান-প্রদানের পাশাপাশি টেক্সটের পরিবর্তে বিভিন্ন ধরনের চিত্র ব্যবহারের সুবিধা রয়েছে। আর অ্যাপল পে নামে আইফোন-৬ ও ৬ প্লাসে যে পেমেন্ট প্রসেস ব্যবহার করা হয়েছে তা অ্যাপল ওয়াচেও কাজ করবে। স্মার্টওয়াচটি হবে পানি প্রতিরোধক ও চর্তুকোণাকার।
তবে অ্যাপল ওয়াচে কোনো কিবোর্ড থাকছে না। মৌখিক নির্দেশনার মাধ্যমে কাজ করবে এটি। ব্যবহারকারী এর সঙ্গে কথা বলতে পারবেন এবং ভয়েস রিপ্লাই দিতে পারবেন।