আপনি কি জানেন ফেসবুক কমিউনিটির সবচেয়ে জনপ্রিয় বই কোনটি? জে.কে রাউলিংয়ের লেখা 'হ্যারি পটার' সিরিজের বইগুলোই ফেসবুকের জনপ্রিয় বইয়ের তালিকায় শীর্ষে উঠে এসেছে। ফেসবুকের নিউজ ফিডে ছাড়া এক মিম'র ফলাফলের ভিত্তিতেই এমন তথ্য পাওয়া গেছে। খবর দ্য হিন্দু অনলাইনের
মিম'র প্রতি সাড়া দিয়ে ফেসবুকের নিউজ ফিডে ব্যবহারকারীরা তাদের ১০টি পছন্দের বইয়ের তালিকা দিয়েছেন। এরকম ১ লাখ ৩০ হাজারের বেশি স্ট্যাস্টাসের উপর ভিত্তি করে গবেষকরা উক্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
২১ শতাংশ মতামত নিয়ে 'হ্যারি পটার' 'ফেসবুকের সবচেয়ে প্রভাবশালী বই'র টাইটেলটি ছিনিয়ে নেয়। আর দ্বিতীয় স্থানে রয়েছে হারপার লির লেখা পুলিৎজার পুরস্কারজয়ী বই 'টু কিল অ্যা মকিংবার্ড'। তৃতীয় জনপ্রিয় বইটি হচ্ছে জে.আর.আর টলকিয়েনের লেখা 'দ্য লর্ড অব দ্য রিংস' বইটি।