জিমেইল ব্যবহারকারীদের বিপদ এড়াতে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হয়েছে। সম্প্রতি ৫ মিলিয়ন ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য রাশিয়ান একটি সাইটে প্রকাশ করেছে হ্যাকাররা। ভয়াবহ এই ঘটনার পর জিমেইল-এর পক্ষ থেকে সকল ব্যবহারকারীকে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হয়েছে।
গুগলের একজন প্রতিনিধি সেভিটলানা অনুরোভা জানিয়েছেন, ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে গুগল সতর্ক অবস্থানে আছে। বাড়তি সতর্কতা হিসেবে ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হয়েছে।