গাজীপুরের কালিয়াকৈরে হতে যাচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তম ডাটা সেন্টার। কালিয়াকৈরের হাইটেক পার্ক সংলগ্ন প্রায় ২০ একর জায়গার ওপর গড়ে উঠবে এই ডাটা সেন্টার।
জানা গেছে, 'ডাটা সেন্টার' গড়ে তোলার জন্য মাঠ পর্যায়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এ ধরনের বড় 'ডাটা সেন্টার' গড়ে তুলতে গেলে যে ধরনের অবকাঠামো থাকা প্রয়োজন তা সংশ্লিষ্ট জায়গায় তা অাছে কিনা সফররত প্রতিনিধি দল সেসব খতিয়ে দেখেছেন। টায়ার-ফোর'র জন্য সংশ্লিষ্ট প্রকল্প এলকায় ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেট সংযোগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আবাসন সুবিধাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকার নিয়ম রয়েছে। প্রতিনিধি দল এসব বিষয়ও খতিয়ে দেখেন।