এইচটিসি এ মাসেই নতুন স্মার্টফোন বাজারজাত করবে। ২৩ সেপ্টেম্বর দিল্লিতে নতুন এ স্মার্টফোনের প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। ফোনটির নাম এইচটিসি ডিজায়ার ৮২০।
নতুন ফোনের দাম এখন ঘোষণা করা হয়নি। তবে তা ৮ হাজার টাকার মধ্যেই হতে পারে বলে সূত্রে জানা গেছে।
নতুন এই ফোনটিতে থাকছে অ্যানড্রয়ডের অত্যাধুনিক কিটক্যাট ৪.৪ ভার্সন। ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৬৪-বিট অক্টা-কোর স্নাপড্রাগন ৬১৫ এসওসি প্রসেসর এবং ২ জিবি র্যাম।
পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। সঙ্গে লেড ফ্লাস ও বিএসআই সেন্সর।