২০ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত প্যানাসনিকের স্মার্টফোন আপনাকে অল্প আলোতেও ভাল ছবি তুলতে সাহায্য করবে। ফলে বলাই যায়, স্মার্টফোন আর উন্নতমানের ক্যামেরা ডিভাইস তৈরির ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে রয়েছে এই সংস্থাটি। তাদের তৈরি মোবাইলটির মডেলের নাম- লুমিক্স ডিএমসি-সিএম১। এই মডেলের হাইব্রিড ডিভাইস চলবে আনড্রয়েডে।
নতুন এই ফোনটিতে যে ধরণের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে তা সাধারণত প্যানাসনিকের ডেডিকেটেড ক্যামেরাতেই ব্যবহার করা হয়। কম আলোতেও আল্ট্রা হাই ডেফিনেশন ছবি তুলতে পারবে প্যানাসনিকের এই নতুন উদ্ভাবন। চলতি বছরের শেষের দিকে জার্মানি ও ফ্রান্সে বিক্রি শুরু হবে এই ডিভাইস।