শুনতে আশ্চর্যজনক হলেও এবার কুকুরের জন্য আসছে স্মার্টফোন। আর এ ফোন বাজারে আনছে মটোরোলা। কুকুরের গলায় কলারের সাহায্যে লাগানো থাকবে স্মার্টফোনটি।
মটোরোলার তৈরি এই ডিভাইসটির সাহায্যে কুকুরের গতিবিধি জানার পাশাপাশি কথাও বলা যাবে।
পরিধেয় ডিভাইসটিকে কামড়ে বা আঁচড় দিয়ে পরিধানকারী নিজেই যেন নষ্ট করে ফেলতে না পারে সেজন্য এটিকে কামড় ও আঁচড় প্রতিরোধী হিসেবেই তৈরি করা হয়েছে।
কুকুরটি যেন তার মালিকের কথার জবাব দিতে পারে সেকারণে একটি মাইক্রোফোনও থাকবে। এছাড়াও কুকুরটির আশপাশের ছবি সরাসরি মালিকের স্মার্টফোনে পাঠানোর জন্য থাকবে একটি ক্যামেরা। আর পুরো সিস্টেমটি যুক্ত থাকবে থ্রিজি নেটওয়ার্কের সাথে।
পশ্চিমা দেশগুলোতে পোষা কুকুরের জন্য লাখ লাখ ডলার খরচ করতেও কুণ্ঠাবোধ করেন না মনিবরা। তাই এ প্রাণীটির জন্য তাদের উৎকণ্ঠাও থাকে বেশ। আর এ বিষয়টি মাথায় রেখেই কুকুরের জন্য স্মার্টফোন বানানোর সিদ্ধান্ত নেয় মটোরোলা।
যুক্তরাষ্ট্রের লাসভেগাসে কনজিউমার ইলেক্ট্রনিক শো'- তে কুকুরের স্মার্টফোনটি দেখিয়ে চমক সৃষ্টি করেছে মটোরোলা। তবে আগামী জুন মাস পর্যন্ত কুকুর প্রেমীদেরকে অপেক্ষা করতে হবে বিশেষ এই স্মার্টফোন হাতে পাওয়ার জন্য।
এক বছরের চুক্তিতে থ্রিজি সংযোগসহ এটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ১৫ হাজার টাকা। সূত্র: টেলিগ্রাফ
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৫/আহমেদ