গতবছরের মতো এবারও জনপ্রিয়তায় ট্যুইটারকে পিছনে ফেলল ফেসবুক। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর মধ্য থেকে জনপ্রিয়তায় বাকিদের থেকে এখনও অনেকটাই এগিয়ে ফেসবুক।
গবেষণা পরিচালনাকারী সংস্থা পিউ ইন্টারনেটে সক্রিয় ব্যবহারকারীদের ওপর পরিচালিত গবেষণায় এমন তথ্যের প্রমাণ পেয়েছেন।
বিশ্বের দেড় হাজার অ্যাকটিভ ইউজারদের ওপর এই সমীক্ষা চালিয়ে দেখা গেছে, তাদের মধ্যে ৭১ শতাংশ বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। আর ট্যুইটার ব্যবহার করছেন ৩৬ শতাংশ মানুষ। যা গত বছরের তুলনায় ১০ শতাংশ কম। অন্যদিকে বিশ্বে লিঙ্কডিন ব্যবহার করেন ১৩ শতাংশ মানুষ।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব