ডিজেলচালিত নতুন গাড়ি বাজারে আনছে জার্মানভিত্তিক গাড়ি প্রস্তুত কোম্পানি মার্সিডিজ বেঞ্জ। আগামী ১১ ফেব্রুয়ারি এ গাড়ি বাজারে উন্মুক্ত করা হবে। এর আগে কোম্পানিটি পেট্রোলচালিত গাড়ি বাজারে ছেড়েছে। মঙ্গলবার জিগ হুইলসের এক প্রতিবেদনে বলা হয়, গাড়িটির দাম পড়বে ৪২ লাখ রুপি। নতুন এ মডেলের গাড়ি বিক্রিতে ব্যাপক মুনাফা প্রত্যাশা করছে কোম্পানিটি।
মার্সিডিজের পক্ষ থেকে জানানো হয়, গাড়িটি বিএমডব্লিউ থ্রি সিরিজের আদলে তৈরি করা হয়েছে। ডিজেলচালিত সি ক্লাস মডেলের এ গাড়ি অনেক আগেই বাজারে আনার কথা ছিল। কিন্তু এর ইঞ্জিন কাঠামোতে ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা সংক্রান্ত জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে এখন জটিলতা কাটিয়ে বাজারে আসছে।
কোম্পানিটি আশা করছে, যান্ত্রিক দিক দিয়েও এ গাড়িটি প্রথম সারিতেই থাকবে। এতে রয়েছে আধুনিক সব সুবিধা যেমন ইলেক্ট্রিক সিট, থ্রিডি নেভিগেশনের টিএফটি টাচ স্ক্রিন, পার্কিংয়ের জন্য রয়েছে পার্কিং ক্যামেরা, ৭টি এয়ারব্যাগ, জ্বালানি সাশ্রয়ী স্টার্ট এবং স্টপ ফাংশন।
বিডি-প্রতিদিন/ ৬ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ