বাংলাদেশে স্বল্প খরচে সফটওয়্যার প্রযুক্তি প্রসারের উদ্দেশ্য নিয়ে বিটিএস সফটওয়্যার টেকনোলজিস্ লিমিটেড এবার নিয়ে এসেছে ক্লাউড বেজ অ্যাকাউন্টিং সফটওয়্যার KOOL Invoice। বিটিএস এর এই ক্লাউড বেজ অ্যাকাউন্টিং সফটওয়্যার প্যাকেজ ‘ KOOL Invoice’ এর বাজারজাত ইতোমধ্যে শুরু হয়েছে ।
Kool Invoice সফওয়্যারটি হোস্টেড মডেল হওয়ায় পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ইন্টারনেট সংযোগ সাপেক্ষে ব্যবহারযোগ্য। বর্তমানে পৃথিবীর সব জায়গায় নিজেদের অফিসে সফটওয়্যার বা হার্ডওয়্যার ক্রয় করে ব্যবহার করার প্রবণতা কমে যাওয়ায়, মোটামুটি সবাই অনলাইনে (Hosted) সার্ভারের মাধ্যমে তাদের ব্যবসায়িক সকল সফটওয়্যার ব্যবহার করে থাকেন ।
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্যে বিটিএস-এর পক্ষ থেকে Kool Invoice সফওয়্যারটি তৈরি করা হয়েছে। যা প্রতিমাসে মাত্র ৭৯৫/- টাকা অথবা ত্রৈমাসিক মাত্র ১৫০০/- টাকা গ্রাহক ফি প্রদান করে ব্যবহার করা যাবে। বিটিএস সফটওয়্যার শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী সেবা প্রদানের জন্য যুক্তরাজ্যেও এর কার্যক্রম শুরু করেছে।
বিডি-প্রতিদিন/ ২৩ জুলাই, ২০১৫/ রশিদা