অ্যাপল আইফোনের একটি নকল কারখানার খোঁজ পাওয়া গেছে চীনে। দেশটির কর্তৃপক্ষ রাজধানী বেইজিংয়ের পাশে কারখানাটিতে অভিযান চালিয়ে অন্তত ৪১ হাজার নকল আইফোন ও নয়জনকে আটক করেছে। চীনা গণমাধ্যমের বরাত দিয়ে আজ মঙ্গলবার গণমাধ্যম এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, কারখানাটিতে সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত আইফোনের যন্ত্রাংশ দিয়ে রফতানির জন্য নতুন আইফোন তৈরি করা হতো। এই অভিযানে প্রায় দুই কোটি মার্কিন ডলার মূল্যের চালান জব্দ করা হয়েছে। চীনা নিরাপত্তা বাহিনী বলেছে, মার্কিন কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, অভিযান পরিচালনা করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীন তাদের দেশে নকলবিরোধী অভিযান চালাতে সম্মত হয়। এর অংশ হিসেবে চীনা কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরেই দেশটিতে নকল পণ্য আটকে অভিযান চালাচ্ছে।
প্রসঙ্গত, গত ১৪ মে ওই কারখানাটিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। কিন্তু বেইজিংয়ের পাবলিক সিকিউরিটি ব্যুরো রবিবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এর আগে জানুয়ারি মাসে নকলবিরোধী অভিযান শুরু হয়। বিবিসি।
বিডি-প্রতিদিন/ ২৮ জুলাই, ২০১৫/ রোকেয়া।