আমরা কোথাও বেড়াতে গেলে প্রায় চারপাশে ঘিরে ধরে অনেক ফটোগ্রাফার। তাদের বুঝিয়ে পারেননি যে, আমার কাছেও ক্যামেরা রয়েছে। তখন ক্যামেরাম্যানরা পালটা যুক্তি দেখায়, আপনার কাছে ক্যামেরা থাকতে পারে তবে সেখান থেকে ছবি বার করতে গেলে আপনাকে প্রচুর খাটতে হবে। তার চেয়ে আমাদের মিনেট দশেক সময় দিন, এখনই ছবি তুলে আস্ত ছবি হাতে নিয়ে বাড়ি যান।
বাংলাদেশিদের শ্রেষ্ঠ ভ্রমণ ডেসটিনেশন কক্সবাজার-কুয়াকাটায় তাই ফটোগ্রাফারদের ছড়াছড়ি। কিন্তু যদি এমন হতো আপনিই আপনার আস্ত ছবি বের করতে পারবেন। হ্যাঁ, ফরাসি এক সংস্থা এমন এক মোবাইল কভার তৈরি করেছেন যার পিছনে লাগানো থাকবে আস্ত একটা ফটো প্রিন্টার। একটা মাত্র সুইজ চাপলে নিমেষে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে আপনার স্বাদের ছবি। দাম ১২৯ মার্কিন ডলার।
কীভাবে কাজ করবে?
সূত্রের খবর, মোবাইল কভারটির ভিতরে থাকবে আস্ত একটা প্রিন্টার। যেভাবে ফটো মেশিনে প্রিন্ট হয় সেভাবেই প্রিন্ট হবে ফটো। ২x৩ ইঞ্চির এক একটি ছবি প্রিন্ট করতে সময় লাগবে মাত্র ৩০ সেকেন্ড। এর জন্য আপনাকে ৯০ মিনিটের মতো চার্জ দিতে হবে ওই মোবাইল কভারটিতে। এক একবারে মোট ২০টি করে ছবি প্রিন্ট করা যাবে এই প্রিন্টারে। শ্রীঘ্রই বাজারে আসছে এই নতুন মোবাইল কভার। তবে কেবল আইফোন৫, গ্যালাক্সি এস৪, এস৫-এই ব্যবহার করা যাবে এই নতুন কভার।
বিডি-প্রতিদিন/২৯ জুলাই, ২০১৫/মাহবুব