ক্যামেরার প্রসঙ্গ আসলেই সবার আগে থাকতে চায় ক্যানন। এই ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান প্রথমবারের মতো ডিএসএলআর বাজারে আনে। সিনেমা নির্মাতাদের সবচেয়ে প্রিয় ক্যাননের ৫ডি বা ৭ডি ক্যামেরা। ডিএসএলআর'র ইওএস রেঞ্জের মধ্যে আনা হয়েছে আইকনিক ক্যানন ১ডি ক্যামেরা। এমই২০এফ-এসএইচ মডেলের আরেকটি ক্যামেরা আনার মাধ্যমে যুগান্তকারী আরেকটি ঘটনা ঘটিয়ে দিলো ক্যানন। ডিজিটাল মুভি নির্মাণে প্রতিযোগিতায় থাকা আরি এবং রেড-এর মতো ব্র্যান্ডগুলোকে টপকে যেতে এমই২০এফ-এসএইচ বাজারে এনেছে ক্যানন।
ক্যানন জানায়, নতুন মডেলের এই ১০৮০পি ক্যামেরাটি বিভিন্ন কাজের কথা মাথায় রেখে বানানো হয়েছে। সিনেমা তৈরি, ওয়াইল্ডলাইফ ডকুমেন্টরি বানানো, এমনকি রাতে নিরাপত্তার কাজেও এ ক্যামেরা ব্যবহার করা যাবে। এর মূল আকর্ষণ সিমস সেন্সর। এই প্রযুক্তির পেছনে প্রচুর সময় ও অর্থ ব্যয় করেছে ক্যানন। এই ক্যামেরার মাধ্যমে ঘুটঘুটে অন্ধকারে রঙীন ভিডিওচিত্র ধারণ করা যাবে।
ক্যামেরাটির ওজন মোটেও বেশি নয়। এর দেহটি মাত্র ১.১ কেজি ওজনের। এতে ক্যাননের অন্যান্য পুরনো লেন্স লাগিয়ে নেওয়া যাবে। এর বিস্ময়কর স্পেসিফিকেশনের একটি হলো ন্যুনতম সাবজেক্ট ইলুমিনেশন ০.০০০০৫ লাক্স। এতে একেবার অন্ধকার ঘরের ছোট বস্তুটিকেও স্পষ্টভাবে দেখাবে ক্যামেরাটি। এর দেহের পেছনের অংশটি নানা পোর্ট এবং বোতামে পরিপূর্ণ।
প্রফেশনাল ফটোগ্রাফারদের কাছে এ ক্যামেরার ব্যাপক চাহিদা তৈরি হবে বলে আশা করছে ক্যামেরা। ক্যামেরাটির দাম পড়বে ৩০ হাজার ডলার। বিশ্ববাজারে চলতি বছরের ডিসেম্বরে পাওয়া যাবে এটি। সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি-প্রতিদিন/১ আগস্ট ২০১৫/শরীফ