রাজধানীতে শুরু হচ্ছে 'রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৫'। আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা শুরু হবে।
প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা আধুনিক প্রযুক্তির সব স্মার্ট ডিভাইস যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। পাশাপাশি প্রদর্শনীতে উন্মুক্ত হতে যাচ্ছে একাধিক ব্রান্ডের বেশ কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন।
১৩ আগস্ট মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্যামসাং, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, আপ্পো, হুয়াওয়ে, ম্যাক্সিমাস, সনি, র্যাগস, এলিট, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, কন্টিগো, শাওমি, জিননি, ওয়ান প্লাস, এইচটিএস, এডাটা, এইচপিএস, গ্যাজেট গ্যাং সেভেন, মিউজু, আইনল, ডিএক্স জেনারেশন ইত্যাদি ব্র্যান্ড মেলায় অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে রবির কমিউনিকেশন্স এ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, 'এ বছরের মোবাইল ও ট্যাব মেলায় যুক্ত হতে পেরে রবি গর্বিত। বৃহৎ এ আয়োজনে অংশ নেওয়ার ফলে গ্রাহকরা দেশজুড়ে বিস্তৃত রবির ৩.৫জি নেটওয়ার্কের সুফল কাজে লাগাতে পারবেন বলে আমাদের বিশ্বাস।'
এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইদ সিদ্দিকী বলেন, 'দর্শনার্থী ও বিক্রেতাদের সুবিধার্থে এবার মেলার পরিধি বাড়ানো হচ্ছে। একটি মেগা প্যাভিলিয়ন, ১৩টি প্যাভিলিয়ন, পাঁচটি মিনি প্যাভিলিয়ন ও ১০টি স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তি ও মডেলের ডিভাইস প্রদর্শনী ও বিক্রি করবে।'
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মেলায় থাকছে বিশেষ প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি ও ভিডিও চিত্র প্রদর্শন করা হবে।
এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক টেলিকম অপারেটর রবি। সহ-পৃষ্ঠপোষকতায় রয়েছে এলিট মোবাইল, গোল্ডবার্গ, হুয়াওয়ে, স্যামসাং, স্টাইলাস, সিম্ফনি ও জেডটিই। সহযোগী হিসেবে থাকছে এডুমেকার, এলিট ফোর্স, পিপলস রেডিও ৯১.৬ এফএম ও টেকশহর ডটকম।
মেলা উপলক্ষ্যে রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো অফিসিয়াল ফেসবুক পেইজে (www.facebook.com/STExpo) বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীদের ট্যাব, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
প্রদর্শনীর সব আপডেট ফেসবুক পেইজ (www.facebook.com/STExpo) এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকমে (techshohor.com) পাওয়া যাবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট ২০১৫/ এস আহমেদ