নতুন একটি অ্যাপ নিয়ে কাজ করছে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক। নতুন অ্যাপটি অনেকটা টুইটারের মতো যার মাধ্যমে স্মার্টফোনে সরাসরি ব্রেকিং নিউজ পাঠানো যাবে। তবে বিষয়টি এখনো স্পষ্ট নয়। অ্যাপটি কবে নাগাদ ছাড়া হবে এবং কিভাবেই বা তা কাজ করবে ইত্যাদি তথ্য দেওয়া হয়নি।
তবে অ্যাপটি চালু হলে ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীদের তা ডাউনলোড করে নিতে হবে। এরপর পার্টনার পাবলিকেশন বেছে নিতে হবে। এই পাবলিকেশনকে ফলো করা এবং কি কি বিষয়ের খবর পেতে চান তা ঠিক করে নিতে হবে। অ্যালার্টের মাধ্যমে এসব খবর পাঠানো হবে।
ব্রেকিং নিউজের ক্ষেত্রে পাবলিকেশন মোবাইল নোটিফিকেশন পাঠাবে। এর মাধ্যমে ১০০টি অক্ষরের মধ্যে নোটিফিকেশন এবং লিঙ্ক পাঠাতে হবে। লিঙ্কে ক্লিক করলে খবরে সরাসরি চলে যাওয়া যাবে। সূত্র : জিনিউজ
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট ২০১৫/শরীফ