নতুন দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মুক্ত করেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। ২১ অাগস্ট থেকে বাজারে অভিষেক হচ্ছে গ্যালাক্সি এস৬ এজপ্লাস আর নোট ৫-এর। উভয় স্মার্টফোনেই আছে ৫.৭ ইঞ্চির ডিসপ্লে।
বিবিসি জানিয়েছে, আগের সংস্করণের তুলনায় ১.৫ সেন্টিমিটার বড় হওয়ায় ‘প্লাস’ শব্দটি জুড়ে দেওয়া হয়েছে নতুন গ্যালাক্সি এজ৬ এজের সঙ্গে। আগের সংস্করণটির মতো এক্সিনোস প্রসেসর ব্যবহার করা হলেও বেড়েছে মেমোরি। ৪ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে গ্যালাক্সি এস৬ এজপ্লাসে।
নোট ৫ স্মার্টফোনটির জন্য বিশেষ কোয়ার্টি কিবোর্ড কেইসও ডিজাইন করেছে স্যামসাং। তবে ইউরোপের বাজারে ডিভাইসটি বাজারজাত করবে না প্রতিষ্ঠানটি। উভয় স্মার্টফোনেই যোগ হয়েছে বেশ কিছু নতুন ফিচার।
ক্যামেরা অ্যাপের নতুন 'লাইভ ব্রডকাস্ট' মোডে ইউটিউবে সরাসরি পিক্সেলের ভিডিও স্ট্রিম করবে। পরিচিতদের মধ্যে পূর্বনির্ধারিতদের কাছে চলে যাবে ওই লাইভ স্ট্রিম দেখার ইনভাইটেশন।
'আল্টা-হাই কোয়ালিটি অডিও ফরম্যাট (ইউএইচকিউএ)' সাপোর্ট করবে উভয় স্মার্টফোন। ৪কে রেজুলিউশনের ভিডিও ধারণ করবে উভয় স্মার্টফোন।
প্রযুক্তিপণ্যের বাজারে জোর গুঞ্জন, শীর্ষ প্রতিদ্বন্দ্বী অ্যাপলের তুলনায় এগিয়ে থাকার জন্যই সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন উন্মোচনের প্রথা ভেঙ্গে একই সঙ্গে দুটি নতুন স্মার্টফোন করেছে স্যামসাং। অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের প্রায় ১ মাস আগেই স্মার্টফোন দুটি উন্মোচন করে কাগজ-কলমে বিক্রির হিসাবে এগিয়ে থাকতে চাইছে স্যামসাং-- মন্তব্য বিবিসির।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট,২০১৫/ এস আহমেদ