প্রাইভেট মেসেজের ক্ষেত্রে ১৪০ অক্ষর লেখার সীমাবদ্ধতা উঠিয়ে নিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এখন সর্বোচ্চ ১০ হাজার অক্ষর ব্যবহার করে প্রাইভেট মেসেজ লিখতে পারবেন টুইটার ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানায়, টুইটার কর্তৃপক্ষ ১৪০ অক্ষরের সীমাবদ্ধতা উঠিয়ে নিয়েছে আগস্ট মাসের দ্বিতীয় বুধবার। হোয়াটসঅ্যাপ আর ফেসবুক মেসেঞ্জারের সঙ্গে লড়াইয়ে টিকে থাকতেই টুইটার এই পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছে সিনেট।
টুইটার ১৪০ শব্দের সীমাবদ্ধতা উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল জুন মাসেই। এর মাধ্যমে নিয়মিত ব্যবহারকারীদের ধরে রাখা টুইটারের জন্য সহজ হবে বলে মন্তব্য করেছে সিনেট।
একসময় ফেসবুকের সরাসরি প্রতিদ্বন্দ্বী হলেও এখন অনেকটাই পিছিয়ে পড়েছে টুইটার। ফেসবুকের দেড়শ' কোটি নিয়মিত ব্যবহারকারীর বিপরীতে টুইটার ব্যবহারকারীর সংখ্যা এখন ৩১.৬ কোটি।
অন্যদিকে, অভ্যন্তরীণ জটিলতাও পিছু ছাড়ছে না টুইটারের। সাবেক সিইও ডিক কস্টোলোর প্রস্থানের পর অন্তবর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যাক ডরসি। অন্যদিকে স্থায়ী একজন সিইওর খোঁজও চালিয়ে যাচ্ছে টুইটারের বোর্ড।
বিডি-প্রতিদিন/১৫ অাগস্ট ২০১৫/শরীফ