এবার মোবাইলের জন্য বিশেষ সার্চ ইঞ্জিন এনেছে গুগল। সার্চ ইঞ্জিনের নাম দেয়া হয়েছে গুগল হাউস। এতে ম্যাপ, ছবি খোঁজা যাবে সহজেই। অনুবাদও করা যাবে। যে কোনো ভাষায় লেখা সাইন বোর্ডের দিকে ক্যামেরা তাক করলেই সেই লেখা নিজের পছন্দ মত ভাষায় পড়া যাবে। গুগলের তরফ থেকে বলা হয়, প্রতিদিন বিশ্বজুড়ে ১.৮ বিলিয়ন ফটো আপলোড হয়। এর ব্যাকআপ থাকছে গুগল ফটো অ্যাপে।
বিডি-প্রতিদিন/১৯ আগস্ট ২০১৫/শরীফ