সামাজিক যোগাযোগের সবচেয় জনপ্রিয় মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ মাসের শেষ সপ্তাহে ভারতে আসছেন। আগামী ২৮ অক্টোবর বুধবার আইআইটি-দিল্লির টাউন হলে একটি প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকবেন তিনি। শুক্রবার নিজের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন জাকারবার্গ।
ওই পোস্টে জাকারবার্গ লিখেছেন, বর্তমানে ভারতে ১৩০ মিলিয়ন (১৩ কোটি) ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। ভারতের ফেসবুক কমিউনিটিকে অন্যতম সক্রিয় ও পরস্পরযুক্ত কমিউনিটি বলে জাকারবার্গ তাঁর পোস্টে উল্লেখ করেছেন।
জাকারবার্গ তাঁর ওই পোস্টের নিচে প্রশ্ন আহ্বান করেছেন। একইসঙ্গে প্রশ্নে ভোট দিতে লাইক দিতে বলেছেন। ফেসবুক থেকে প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ওই অনুষ্ঠানে সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি।
সবশেষে তিনি লেখেন, আমি ওই অনুষ্ঠানটির লাইভ ভিডিও ফেসবুক পোস্ট করবো। যা আপনারা দেখতে পাবেন।
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৫/মাহবুব