আগামী বছরের শুরুতে পরীক্ষামূলকভাবে চালকহীন বিদ্যুৎচালিত যাত্রীবাহী বাস চালু করতে যাচ্ছে সুইজারল্যান্ড। বাসটি একসঙ্গে ৯ জন যাত্রী বহন করতে পারবে। সুইজারল্যান্ডে সাধারণ মানুষের জন্য পরিবহন খাতে চালকহীন বাস চলাচলে এটিই প্রথম উদ্যোগ।
পোস্টবাস কম্পানি এবং সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির ডিগ্রিধারী কিছু ছাত্রের প্রতিষ্ঠিত 'সুইস স্টার্টআপ' যৌথ উদ্যোগে এই বাস চালু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে দুটি বাস আগামী বছরের শুরু থেকে পরীক্ষামূলকভাবে সিয়নের পর্যটন এলাকায় চলাচল করবে।
লসনের বেস্টমাইল কম্পানির উন্নত প্রযুক্তি সংযোজন করা বাস দুটি রাস্তায় প্রতিবন্ধকতা এড়িয়ে এবং নিয়মকানুন মেনে চলতে সক্ষম হবে। দূর থেকে বাস নিয়ন্ত্রণ করা হবে। বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার যেভাবে কাজ করে, চালকহীন বাসের ক্ষেত্রেও কন্ট্রোল রুম একই কাজ করবে। সূত্র : পিটিআই
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ