ফেসবুকে হাজার হাজার ভুয়া প্রোফাইলের একটি তালিকা তৈরি করছেন একজন ডাচ শিল্পী। অষ্টাদশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রে যে বিপ্লব হয়েছিল তাতে অংশ নেওয়া সৈন্যদের নামে ফেসবুকে এসব প্রোফাইল তৈরি করা হয়েছে। কাজটি করার জন্য ওই দুই শিল্পী স্বেচ্ছাসেবীও নিয়োগ দিয়েছেন। ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা ফেসবুকের নীতিমালাবিরোধী। এ ধরনের অ্যাকাউন্ট ঠেকাতে ফেসবুকের ভেতরেই নানা ধরনের তৎপরতা রয়েছে। এ জন্য নানা ধরনের কৌশল গ্রহণ করে ফেসবুক কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/১১ নভেম্বর ২০১৫/শরীফ