অাইফোন ব্যবহারকারীদের জন্য সম্প্রতি ফেসবুক নতুন একটি নোটিফাই অ্যাপ চালু করেছে। মূলত ব্যবহারকারীদের সাম্প্রতিক খবর ও ঘটনা জানতেই নতুন অ্যাপটি চালু করা হয়েছে।
নোটিফাই চালু করা হয়েছে ৭০টি স্টেশনের মাধ্যমে। এদের অধিকাংশই মিডিয়া আউটলেট, ম্যাগাজিন এবং ব্রেকিং নিউজ। নোটিফাইয়ের সঙ্গে যুক্ত হয়েছে উইয়ারড, ভোগ, ভাইস, টাইম, গেটি ইমেজেস, সিএনএন, এবিসি এবং কমেডি সেন্ট্রাল।
যারা নোটিফাই ডাউনলোড করবেন তাদের আপডেট পেতে পছন্দনীয় স্টেশন বাছাই করতে পারবেন। পছন্দনীয় প্রতিটি স্টেশনের 'পুশ' নোটিফিকেশনের ব্যবস্থা রাখা হয়েছে। আইফোনের এই অ্যাপটির সুবিধা আপাতত আমেরিকাতেই দেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছে ফেসবুক।
এই জায়ান্ট সোশাল নেটওয়ার্ক আইফোনের পর্দায় দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন নিবন্ধ ও খবর চলে আসবে। নোটিফাইয়ের পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এনবিসি নিউজ, দ্য আটলান্টিক, স্লেট, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ডেইলি মেইল, ন্যাশনাল জিওগ্রাফি এবং দ্য ওয়াশিংটন পোস্ট। সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৫/শরীফ