বিশ্বখ্যাত কোরিয়ান ব্র্যান্ড টোটোলিংক ল্যাপটপ মেলায় নিয়ে এসেছে নানা রকমের রাউটার। সংস্থাটি মেলায় এনেছে এন১৫০আরটি মডেলের একটি রাউটার যা সেকেন্ডে ১৫০ এমবি পর্যন্ত গতি শেয়ার করতে পারবে। যা দ্বারা ১ হাজার স্কয়ার ফিট পর্যন্ত ওয়াই ফাই নেটওয়ার্ক প্রদান করা সম্ভব। ১৫৫০ টাকা মূল্যের এই রাউটারের দাম মেলা উপলক্ষে নির্ধারণ করা হয়েছে ১৪০০ টাকা। সঙ্গে একটি টো টো লিঙ্কের আকর্ষণীয় টি-শার্ট পাওয়া যাবে বিনামূল্যে।
সর্বোচ্চ ৪০০০ টাকা দামের এ৮৫০আর মডেলের রাউটার এনেছে প্রতিষ্ঠানটি। ৫০০০ স্কয়ার ফিট আয়তনের জায়গাতে এটি ইন্টারনেট সুবিধা দিতে পারবে। রাউটারটি প্রতি সেকেন্ডে ১২০০ এমবি পর্যন্ত গতি শেয়ার করতে পারবে। রাউটারগুলোতে বিক্রয়োত্তর সেবাও প্রদান করা হবে বলেও জানিয়েছে টোটোলিংক।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৫/মাহবুব/শ্রাবণ