ল্যাপটপ মেলা, ২০১৫-তে অফারের ছড়াছড়ির মাঝে লেনেভোর স্ক্রাচকার্ডে ছিল আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ল্যাপটপ মেলার তৃতীয় ও শেষ দিন শনিবার সন্ধ্যায় লেনেভোর ল্যাপটপ কিনে স্ক্রাচকার্ড ঘষে মেলার আকর্ষণীয় গিফট লেনোভো ট্যাব পেয়েছেন একজন সৌভাগ্যবান।
লেনেভোর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান রিয়াজ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, লেনোভো ছিল ল্যাপটপ মেলার অন্যতম সহ-পৃষ্ঠপোষক এবং মেলা উপলক্ষ্যে প্রতি লেনোভো ল্যাপটপ ক্রয়ে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতাদের জন্য উপহার হিসেবে ছিল ব্রাভিয়া এল.ই.ডি টিভি, স্মার্ট ফোন, ট্যাব, মোবাইল ফোন, প্রিন্টার, টি-শার্ট, স্পিকার, মাউস, পেনড্রাইভসহ নানা আকর্ষণীয় পুরস্কার।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা/ মাসুদ