স্মার্টফোনের জন্য অ্যাপস স্টোরগুলোতে রয়েছে অসংখ্য অ্যাপ। প্রতিদিন তৈরি হচ্ছে আরও অনেক নতুন অ্যাপ। অ্যাপ স্টোরগুলোতে প্রয়োজনীয় অ্যাপের পাশাপাশি ভিন্ন ধরনের অদ্ভুত সব অ্যাপও রয়েছে। নিচে তেমনই কিছু অ্যাপ সম্পর্কে বলা হলো:
রান পি: সিনেমা হলে ছবি দেখার সময় জরুরী ফোন বা কোনো কাজে কিছুক্ষণের জন্য যদি আপনাকে উঠে যেতে হয় তাহলে কোনো সমস্যা নেই। আপনি ফিরে আসার পর যে অংশটুকু আপনি মিস করলেন তা এই অ্যাপ আপনাকে জানিয়ে দেবে।
হানি ইটস মি: কাজের চাপে যখন আপনি দম ফেলার ফুসরতও পাচ্ছেন না তখন এই অ্যাপ আপনার মন ভালো করে দেবে। অ্যাপটিতে এক অজানা সুন্দরী এসে বলবে, হানি ইটস মি। এরপর সে আপনাকে নানাভাবে চাপমুক্ত করে যাবে। দক্ষিণ কোরিয়ায় এই অ্যাপ ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর নানা ভাষায় অন্যান্য দেশে এই অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রাই ট্রান্সলেটর: কথা বলতে শিখেনি যে শিশু তার কান্নার কারণ আমরা বুঝতে পারি না। কোনো কান্না হয়তো ক্ষুধার, কোনোটা হয়তো ঘুমের বা খেলনার জন্য। এই অ্যাপ আপনাকে বলে দেবে বাচ্চা কেন কাঁদছে।
হোল্ড অন: হাতের আঙুল এই অ্যাপটির নির্দিষ্ট বক্সে চেপে ধরে থাকতে হবে। যতক্ষণ হাতের আঙুল চেপে ধরে থাকা যায়, ততই সাফল্যের সম্ভাবনা প্রবল। কেননা এতে মনোসংযোগ বাড়ে, মানসিক চাপ কমে। এমনটাই বলা হয় এই অ্যাপ সম্পর্কে।
গেমস ফর ক্যাট: এই অ্যাপটি বিড়ালের খেলাধুলার জন্য । এই অ্যাপটি বাড়ির পোষা বিড়ালের জন্য। স্মার্টফোনের বা ট্যাবের স্ক্রিনে এই অ্যাপটিতে ভার্চুয়াল ইঁদুর ছোটাছুটি করবে। আর বিড়াল ডিসপ্লেতে যতগুলো ইঁদুর স্পর্শ করবে, তত বেশি পয়েন্ট পাবে।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর, ২০১৫/ রশিদা