সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ম্যাসেঞ্জার, ভাইভার ও হোয়াইট অ্যাপ সামায়িকভাবে বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করেছে বলে বিটিআরসি একটি সূত্র জানিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে।
সোশাল নেটওয়ার্কিং সাইট বন্ধ করার পর ইন্টারনেটও সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তবে অধাঘণ্টা পর পুনরায় অ্যাকটিভ হয়েছে ইন্টারনেট।
বুধবার মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার পর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এসব সোশাল নেটওয়ার্কিং সাইট।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব