সার্চ জায়ান্ট গুগল তাদের ইন্টেলিজেন্ট গ্লাস বাজারে আনার পরপরই তা নিয়ে একপ্রচার হৈচৈ পড়ে গিয়েছিল। প্রযুক্তিপ্রেমিরা তা কিনতে হু্মড়ি খেয়ে গুগলের শপগুলোতে ভিড় করেছেন। অার এবার গুগল গ্লাস ছাড়াই আসছে এক ধরনের গ্লাস তৈরির ঘোষণা দিয়েছে। যা নিঃসন্দেহে আরো বেশি উম্মাদনার জন্ম দিবে বলে মনে করা হচ্ছে।
গুগল যে নতুন সংস্করণের গ্লাস নিয়ে কাজ তা কিন্তু চোখে পড়ার জন্যই। এর সামনে কোনো গ্লাস বা পর্দা থাকবে না। নতুন এই সংস্করণ নিয়ে কাজ করছেন নেস্ট'র সহ প্রতিষ্ঠাতা টনি ফেডেল। নতুন মডেলের তিন ধরনের গ্লাস নিয়ে পরীক্ষা চলছে। দুটি মডেলের একটিতে গ্লাস রয়েছে এবং অপরটি গ্লাসবিহীন।
সবকিছু পরিকল্পনা মতো অগ্রসর হলে, আগামী বছরেই বাজারে মিলবে গুগলের গ্লাসবিহীন গ্লাস। সূত্র : ডিএনএ ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৫/শরীফ