জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। কন্যাশিশুর জন্মের পর তিনি দুই মাসের ছুটি নেবেন বলে শুক্রবার জানিয়েছেন।
সিলিকন ভ্যালি টেকনোলজি প্রতিষ্ঠানগুলো মেধাবীদের ধরে রাখতে পিতৃত্বকালীন ভাতা ও অন্যান্য সুবিধা বাড়িয়েছে। বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক তাদের যুক্তরাষ্ট্রের কর্মীদের বেতনসহ সর্বোচ্চ চারমাসের মাতৃত্বকালীন অথবা পিতৃত্বকালীন ছুটি দিয়ে থাকে। যে কোনোকর্মী একবারেই সবটুকু ছুটি নিয়ে নিতে পারেন অথবা সন্তানের প্রথম বছরে ভেঙে ভেঙেও নিতে পারেন।
জাকারবার্গ এরইমধ্যে সন্তানের জন্য প্রয়োজনীয় কেনাকাটা শুরু করে দিয়েছেন। কিনেছেন বেবি কেরিয়ার, পোষা কুকুরসহ নানা কিছু। নিজের ফেইসবুক পৃষ্ঠায় পোষা কুকুর বেস্ট ও একটি বেবি কেরিয়ারের ছবি দিয়ে জাকারবার্গ লিখেছেন, ''এটি খুবই ব্যক্তিগত সিদ্ধান্ত''।
চলতি বছরের জুলাই মাসে জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি ও তার স্ত্রী প্রিসিলা চ্যান কন্যাসন্তান আশা করছেন। তিনি আরো জানিয়েছেন, ''প্রিসিলা এবং আমি দু'জনেই আমাদের মেয়ের ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রিয় শিশুতোষ বই ও খেলনাও সংগ্রহ করেছি।''
জাকারবার্গ তার ফেইসবুক নোটে উল্লেখ করেছেন, ''গবেষণায় দেখা গেছে, কর্মজীবী বাবা-মা যখন তাদের সদ্যোজাত সন্তানের সঙ্গে থাকার জন্য ছুটি নেয় তা সন্তান এবং পরিবারের জন্য খুবই ভাল ফল বয়ে আনে।''
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/এস আহমেদ