অ্যাপলের আইফোন ৬ এস পানিরোধী নয়। বার্তা সংস্থা সিএনএনের পরিচালিত এক পরীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
বিশ্ব প্রযুক্তি বাজারসহ দেশের বাজারে সদ্য আসা আইফোন ৬ এস পানিরোধক কি না তা পরীক্ষা করতে সম্প্রতি পরীক্ষা চালায় সিএনএন। সিএনএনের বিশেষজ্ঞদের দাবি, পাঁচ মিনিট পানির পাত্রে আইফোন ৬ এস ডুবিয়ে রেখে দেখা গেছে ফোনটি চিরতরে বন্ধ হয়ে গেছে।
পরীক্ষায় দেখা যায়, পানির মধ্যও কাজ করছে ফোনটি। তবে পানির গভীরে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বুদ বুদ উঠা শুরু হয়। অর্থাৎ এর মধ্যে পানির প্রবেশ করে। এক মিনিটের মধ্য পানিতে পুরো স্ক্রিন ভরে যায়।
পানি থেকে উঠানোর পর প্রায় ১০ মিনিট ধরে চলে ফোনটির কাজ। সামান্য পানি ফোন থেকে বেরও হয়। তবে ফোনটিতে গান বাজছিল না। এতে হেডফোন প্লাগ ইন অবস্থায় দেখায়। হেডফোন পোর্টেও ছিল পানিভর্তি। একটু পরে, স্ক্রিন পুরোপুরি সাদা হয়ে যায়, কাজ বন্ধ হয় আপনাআপনি। বাধ্য হয়ে ফোনের সুইচ বন্ধ করতে হয়।
তবে অ্যাপল কখনোই দাবি করেনি যে আইফোন ৬ এস পানিরোধী। তবে এ বছরের সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে আসার আগে প্রযুক্তিবিষয়ক অনেক ব্লগ ও ওয়েবসাইটে নতুন আইফোন পানিরোধী হবে বলে জানানো হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৫/ রশিদা