বিলের কথা চিন্তা করে যারা ফোনে বেশি সময় ধরে কথা বলতে পারেন না তাদের জন্য ভারতের এয়ারসেল দিচ্ছে নতুন অফার। মাত্র এক টাকায় কথা বলা যাবে পুরো ২ ঘণ্টা!
এই বিশেষ সুবিধাটির নাম গুড মর্নিং প্যাক। এই প্যাকের সুবিধা হল আপনি রোজ সকালে ৬ টা থেকে ৮ টার মধ্যে কল করা যাবে মাত্র ১ টাকার বিনিময়ে!
প্রথম কলটি করতে হবে মাত্র ১ টাকার বিনিময়ে। ৬টা থেকে ৮টার মধ্যে অন্য কলগুলিও হয়ে যাবে একেবারে ফ্রি। দেশের ১৩টি সার্ভিস এরিয়ার মধ্যে এয়ারসেলের গ্রাহকরা এই সুবিধাটি পাবেন।
সূত্র: জি২৪
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৫/ রশিদা