১০ মিনিটেরও কম সময়ের মধ্যে স্মার্টফোন ব্যাটারি পুরো চার্জ হওয়ার একটি প্রযুক্তি আবিস্কারের দাবি করছেন সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড জাজামি। মূলত এজন্য তিনি একটি চিপ তৈরি করেছেন যা কোনো স্মার্টফোনের সঙ্গে সংযোজন করলে ব্যাটারি দ্রুত চার্জ হবে। সেইসঙ্গে তা মোবাইলের ভয়াবহ বিস্ফোরণও ঠেকাবে। খবর টাইমস অব ইন্ডিয়ার
জাজামির তৈরি চিপটির সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে স্মার্টফোনের ব্যাপারি পুরো চার্জ হবে। ছোটো আকারের এই চিপটি সব ধরনের ব্যাটারিতে সংযুক্ত করা যাবে। এতে ব্যাটারির কোনো ক্ষতি হবে না।
এ বিষয়ে অধ্যাপক জাজামি বলেন, 'এ প্রযুক্তির মাধ্যমে ব্যাটারির অবনমন বোঝা যাবে। আমাদের প্রযুক্তি ব্যাটারির চার্জের সঠিক অবস্থাও বলে দিতে পারবে। এতে ব্যাটারি সঠিকপথে নিয়ন্ত্রিত হবে। ফোনের চার্জের সময় উল্লেখযোগ্যহারে কমিয়ে দিবে এটি। ফলে ব্যাটারির চার্জও দ্রুততর হবে।' আগামী বছরের শেষ নাগাদ এই চিপটি বাজারে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানী জাজামি।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ