নোকিয়ার বহুল আলোচিত 'ভার্চুয়াল রিয়েলিটি ক্যামেরা' আগামী বছরের জানুয়ারি-এপ্রিলের মধ্যেই বাজারে পাওয়া যাবে। স্টেট অব দ্য আর্ট প্রযুক্তির এই ভার্চুয়াল ক্যামেরার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকার মতো। ফিনিস কোম্পানি নোকিয়া গতকাল একথা জানিয়েছে। খবর রয়টার্সের
চলতি বছরের জুলাই মাসেই নোকিয়া প্রাথমিকভাবে তাদের ভার্চুয়াল ক্যামেরাটির কথা জানিয়েছিল। ক্যামেরাটিতে আছে ৮টি সেন্সার ও মাইক্রোফোন। মূলত থ্রিডি মুুভি ও গেমস তৈরির জন্যই ক্যামেরাটি ডিজাইন করা হয়েছে। তবে এসব মুভি দেখা ও গেমস খেলার জন্য অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহার করতে হবে।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ