সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক খুব শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ জাতীয় প্রেসক্লাবে জাতীয় তথ্য-প্রযুক্তি বিতর্ক উৎসবের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
জুনায়েদ আহমেদ পলক বলেন, 'দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পরামর্শে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রেখেছে বিটিআরসি। ওই দিন প্রায় দেড় ঘণ্টার মতো সারাদেশে ইন্টারনেট যোগাযোগও বন্ধ রাখা হয়েছিল।'
তিনি আরো বলেন, 'ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার সুফল ইতোমধ্যে আমরা পেয়েছি। ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে দেশে ফেসবুক খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, দেশে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবার সেবা বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৫/শরীফ