অ্যালেক্সা র্যাংকিংয়ে বাংলাদেশে শীর্ষস্থান হারিয়েছে ফেসবুক। নিরাপত্তাজনিত কারণে গত ১৮ নভেম্বর থেকে সরকারের নির্দেশে বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকায় সামাজিক যোগাযোগের এ সাইটটির অবস্থান এক থেকে চার-এ নেমেছে।
১৫ দিন যাবত ফেসবুক বন্ধ থাকলেও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে শিগগিরই খুলে দেওয়া হবে। তবে কবে খুলে দেওয়া হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। বর্তমানে কেউ কেউ অবশ্য বিকল্প প্রক্সি ব্যবহার করে ফেসবুক ব্যবহার করলেও তার হার আগের তুলনায় শতকরা ১০ ভাগের নিচে।
বর্তমানে বাংলাদেশে এক নম্বরে রয়েছে গুগল, দুই নম্বরে গুগল বিডি, তিন নম্বরে ইউটিউব এবং শীর্ষস্থান হারিয়ে ফেসবুক এখন চার নম্বরে। এই তালিকায় বাংলাদেশে দীর্ঘদিন যাবত এক নম্বরে ছিল ফেসবুক। ওয়ার্ল্ড র্যাংকিংয়ে যথারীতি দুই নম্বরে রয়েছে ফেসবুক। ভারতে রয়েছে তিন নম্বরে।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ