ইয়াহু 'নেক্সট জেনারেশন মেসেজিং' নামে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নতুন চমক আসলো বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় মেসেজিং পরিষেবা চালু রয়েছে। এর মধ্যেই ইয়াহু তার নতুন মেসেজিং সেবা চালু করলো।
অবশ্য দীর্ঘদিন ধরেই গুজব চলছিল যে ইয়াহু তাদের পরিষেবা বন্ধ করার কথা ভাবছে। অবশেষে সেটিকে স্রেফ গুজব হিসেবে প্রমাণিত করেই নতুন পরিষেবা নিয়ে আসলো ইয়াহু।
অ্যান্ড্রয়েড, আইওএস ইউজাররা নতুন ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন ট্যাবলেট বা স্মার্টফোনে। পাশাপাশি যারা ডেস্কটপ থেকে ইয়াহু ব্যবহার করেন তারা তো এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেনই। প্রতি মাসে প্রায় ২২৫ মিলিয়ন ইউজার ইয়াহুর ফ্রি ই-মেইল পরিষেবা ব্যবহার করেন। প্রায় ১৭ বছর আগে ইয়াহু মেসেঞ্জার বাজারে এসেছিল এবং এই প্রথমবার তা ঢেলে সাজানো হলো। বলা ভালো 'রিমেক' করা হলো। সংস্থার সিনিয়র ডিরেক্টর অফ প্রোডাক্ট ম্যানেজার অস্টিন শুমেকার বলেন, 'বাজারে প্রতিযোগী রয়েছে জেনেই ইয়াহু তাদের নতুন মেসেজিং পরিষেবা শুরু করেছে, কারণ আমরা ইয়াহু মেসেঞ্জারে এমন নতুন ও অভিনব কয়েকটি ফিচার যোগ করেছি যা একে অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে রাখবে।'
ইয়াহুর নতুন এই মেসেঞ্জারে থাকছে ফ্লিকার, টাম্বলার, জবনি'র মতো পরিষেবা। এর সাহায্যে কম সময়ে হাই রেজলিউশন ছবি পাঠানো যাবে, টাম্বলার থেকে যত খুশি জিএইএফ ইমেজ পাঠানো যাবে, চ্যাট পাঠিয়েও মুছে ফেলা যাবে। কারো সঙ্গে কথা বলতে চাইলে করলে সেই কথাবার্তা মিউট করে রাখাও যাবে।
বিডি-প্রতিদিন/৫ ডিসেম্বর ২০১৫/শরীফ