মোবাইলসহ এ ধরনের হার্ডওয়্যার প্রযুক্তি পণ্য নির্মাণেই বিশ্বজোড়া খ্যাতি রয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংয়ের। তবে এ ধারা থেকে সরে আসতে চাইছে তারা। এবার প্রযুক্তি পণ্যের সফটওয়্যার নির্মাণ করতে চায় কোম্পানিটি। খবর বিজনেস ইনসাইডারের
সম্প্রতি স্যামসাংয়ের স্মার্টফোন বিভাগের প্রধান হিসেবে নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এর প্রেক্ষিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ওই পদে নিয়োগ পেতে যাচ্ছেন কোহ ডং জিন। তিনিই স্যামসাংয়ের এই নতুন আইডিয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। কোম্পানির মোবাইল ডিভিশনকে তিনি হার্ডওয়্যার ছেড়ে সফটওয়্যার হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।
তবে বিশেষজ্ঞরা এ ধারণার সঙ্গে একমত পোষণ করেননি। আইডিসির এক প্রযুক্তি বিশেষজ্ঞ জানান, স্যাংসাং এখন ভালো অবস্থানে আছে। এমনকি বাজার পড়ে যাওয়ার কারণে যদি কোম্পানিটি চ্যালেঞ্জের মুখেও পড়ে থাকে, তা হলেও স্যামসাং ভালো অবস্থানে থাকবে।
বিডি-প্রতিদিন/৬ ডিসেম্বর ২০১৫/শরীফ