সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় ও জনপ্রিয় মাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের জন্য নতুন একটি সেবা নিয়ে এসেছে। এখন থেকে ব্যবহারকারীরা ফেসবুকে তার যাবতীয় কর্মকাণ্ডের ভিডিও সরাসরি সম্প্রচার (স্ট্রিমিং) করতে পারবে । এর আগে সেবাটি গুটিকয়েক ব্যবহারকারীর জন্য সীমাবদ্ধ ছিল।
৪ ডিসেম্বর থেকেই ফেসবুক সেবাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে।
এ ব্যাপারে ফেসবুক আশাবাদ ব্যক্ত করেছে যে, নতুন এই ফিচারটি ব্যবহারের মাধ্যমে মানুষ আরো কাছাকাছি আসতে পারবে। যে কোনো মুহূর্তের খবর তারা সরাসরি প্রিয়জনদের জানাতে সক্ষম হবে।
ফিচারটিতে প্রচলিত সব সেবা যেমন-লাইক দেওয়া, মতামত জানানো বা ডিলেট করার ব্যবস্থাও রয়েছে। এর মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করলেও ফেসবুকের তরফ থেকে তা নাকচ করে দেয়া হয়েছে। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ