ফোন ব্যবহারকারীদের মধ্যে অ্যাপল নিয়ে আগ্রহ একটু বেশিই বলা যায়। যারা নিত্যনতুন ফোন বদলের ওপর থাকেন তারা তো নিয়মিতই ইন্টারনেট ঘাটেন আইফোনের নতুন পণ্যের খোঁজে। আর অ্যাপল আগামীতে কেমন আইফোন নিয়ে আসছে সে নিয়ে গুজবের অন্ত নেই। এতোদিন পর্যন্ত গুজবে শোনা গেছে অ্যাপল-এর পরবর্তী স্মার্টফোন আইফোন৭ বিষয়ক নানান তথ্য। তবে সাম্প্রতিক গুজব বলছে অ্যাপল আগামী ফেব্রুয়ারির মধ্যেই আইফোন ৬সি নিয়ে বাজারে আসবে। আর এ ফোনটি হবে মাঝারি দামের।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, অ্যাপল এখন আইফোন ৬সি নিয়ে কাজ করছে। পূর্ববর্তী গুজব অনুযায়ী অ্যাপলের আসন্ন ফোনটি হবে টাচআইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত ৪ ইঞ্চি আকারের একটি ডিভাইস। কিন্তু নতুন গুঞ্জন বলছে ৬সি অত্যাধুনিক কোন সেট হবে না। তাই তাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার সম্ভাবনা খুবই কম। তবে ধাতুর আবরণে তৈরি এ ফোনটি আইফোন ৫সি'র মতো নানান রঙে পাওয়া যাবে।
অ্যাপেলের 'সি' সিরিজের ফোনগুলো মূলতঃ মাঝারি মূল্যের ফোন। আর নতুন এ ফোনটির বাজারমূল্য ৪০০-৫০০ ডলার হতে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বর্তমানে আইফোন ৬ ও ৫এস বিক্রি হচ্ছে যথাক্রমে ৫৫০ ও ৪৫০ ডলারে। অ্যাপল যখন আইফোন ৫ ও ৫সি বাজারে এনেছিল তখন তা মাঝারী দামের ফোন হিসেবেই বিক্রি হয়েছে। গুজবে উল্লেখ করা মূল্য পর্যালোচনা করে মনে হয় অ্যাপল হয়তো আইফোন ৫এস ও ৬সি কে এক কাতারে রাখতে চাইছে।
যাহোক, গুজবটি সত্য হলে অ্যাপল আগামী জানুয়ারিতে আইফোন ৬সি'র ঘোষণা দিবে এবং ফেব্রুয়ারিতে সেটটি বাজারে আনবে।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ