বাজারে অন্যতম প্রতিদ্বন্দ্বি আইফোনের ক্রেতা নিজেদের পকেটে ঢুকাতে কম দামে গ্যালাক্সি এস৭ স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। জানা গেছে, আধুনিক নতুন মডেলের এ ফোনটির দাম আগের ভার্সন স্যামসাং এস৬ এর চেয়ে ১০ ভাগ কমানোর চিন্তা করছে প্রতিষ্ঠানটি।
নতুন এ ফোনটিতে আইফোন৬ এর মতো কার্ভড (বাঁকানো) স্ক্রিন ও থ্রিডি টাচ ইন্টারফেস যুক্ত করা হতে পারে বলে জানা গেছে। সূত্রমতে আগামী বছরের শুরুর দিকে এ ফোনটি বাজারে আনবে স্যামসাং।
৩২ জিবি স্যামসাং গ্যালাক্সি এস৬ এর বাজারমূল্য ৫৫৯ ডলার এবং ১২৮ জিবি ৮০০ ডলার। সেখানে ১০ শতাংশ কমে এস৭ মডেলের ফোনটি ৫০৩ ডলার থেকে ৭২০ ডলারের মধ্যে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ফোনটির মূল্য দাড়াতে পারে ৪০ হাজার থেকে ৫৭ হাজার টাকা।
সূত্র: ডেইলি মেইল অনলাইন
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ