বয়স মাত্র ১০ দিনে পড়ল। এইমধ্যে সেলিব্রেটি বনে গেছে ফেসবুকের জনক মার্ক জুকারবার্গের মেয়ে ম্যাক্স। অনলাইন বিশ্বে ম্যাক্সের ছবি এখন ভাইরাল।
মার্ক জুকেরবার্গ-প্রিসিলা চ্যানের ঘরে আসা নতুন এ অতিথিকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। ডিসেম্বরের শুরুতে পৃথিবীর আলো দেখে ফেসবুক জনকের রাজকন্যা। মেয়ের নাম রাখা হয় ম্যাক্স। গোটা বিশ্ব মুখিয়ে ছিল নতুন অতিথিকে একনজর দেখতে। গত মঙ্গলবার তার ছবিও পোস্ট করেন জুকারবার্গ। ছবিতে দেখা যায় ক্ষুদে সেলিব্রেট্রি এখনই বাবার সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছে। ঠিক ওইভাবে নয়, বলা যায় চোখে চোখে খুনসুটি। আর মুহূর্তেই অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়ে এ ছবি।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ