গোটা ইউরোপ তার ১৬ বছরের নিচের সব শিশুদের জন্য ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে। এ লক্ষ্যে একটি আইন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন আইনে, বাবা-মা বা অভিভাবকের অনুমতি ছাড়া কোনো শিশু সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না। খবর বিবিসি ও মেইল অনলাইনের
যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ পশ্চিমা দেশগুলোয় বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও স্ন্যাপচাটে অ্যাকাউন্ট খুলতে কারো বয়স সর্বনিম্ম ১৩ বছর হতে হয়। নতুন আইনে এ বয়সসীমা বাড়ানোর জন্য ব্রাসেলসে সম্প্রতি এক বৈঠকে ইইউ কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত নতুন অাইনের সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। তাদের মত, নতুন অাইনও ইউরোপীয়ান শিশুদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিরত রাখার ক্ষেত্রে খুব বেশি কাজে দেবে না। কারণ ১৬ বছর বয়সের নিচে শিশুরা অ্যাকাউন্ট খোলার সময় ভুল তথ্য দেবে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ