গাড়িতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন পদক্ষেপ নিয়েছে সার্চ জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি তাদের আইও ডেভেলপার সম্মেলনকে সামনে রেখে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি এবং ভলভ’র সাথে তাদের অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে।
এই অপারেটিং সিস্টেমের জন্য আর গাড়িতে আলাদা করে ফোনের প্রয়োজন পরবে না। জানা গেছে, অডি এবং ভলভো'র পরবর্তী গাড়িগুলোতে অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট ওএস থাকবে। গাড়ি নির্মাতারা জানিয়েছে, গাড়ির মূল টাচস্ক্রিন ডিসপ্লেতে থাকবে গুগলের এই অপারেটিং। এই মুহূর্তে গাড়ির হিটিং, কুলিং, সিট পজিশন অথবা গাড়ির জানালা খোলা ও বন্ধ করার মতো সাধারণ কিছু কাজ ও অ্যান্ড্রয়েডে করা যাবে।
এ ব্যাপারে ভলভো জানিয়েছে, অ্যান্ড্রয়েড ভিত্তিক নতুন মডেলের গাড়ি আগামী দুই বছরের মধ্যে উন্মুক্ত করা হবে। আর অডির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাদের নতুন অডি কিউ৮ স্পোর্ট গাড়িতে অ্যান্ড্রয়েড থাকবে।
সূত্র: দ্য ভার্জ
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/ওয়াসিফ