বিক্রি কমায় আইপ্যাড মিনির উৎপাদন বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছর থেকে আইপ্যাড মিনির নতুন সংস্করণ আর বাজারে আনবে না তারা। অ্যাপলের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম জিএসএমএরিনা তথ্যটি নিশ্চিত করেছে।
ওই তথ্য মতে, বর্তমান সময়ে ট্যাবলেটের বাজারে বিক্রি কমে গেছে। সেই রেশ পড়েছে আইপ্যাডের উপর। গত কয়েক বছরের তুলনায় আইপ্যাড কম বিক্রি হচ্ছে। তবে অ্যাপলের আশা অনুযায়ী আইপ্যাড মিনির সংস্করণটির বিক্রি কম। তাই এটি আর উৎপাদন করতে রাজি নয় প্রতিষ্ঠানটি।
আইডিসির তথ্যমতে, বিক্রি কমলেও বৈশ্বিক ট্যাবলেট ডিভাইস বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে অ্যাপল। জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির দখল দাঁড়িয়েছে ২৪ দশমিক ৬ শতাংশ বাজার। প্রান্তিকটিতে অ্যাপলের ট্যাবলেট ডিভাইস সরবরাহ ৮৯ লাখ ইউনিটে পৌঁছেছে। তবে মার্চে শেষ হওয়া প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি কমেছে ১৩ শতাংশ।
অ্যাপল সর্বশেষ ২০১৫ সালে আইপ্যাড মিনির চতুর্থ সংস্করণ বাজারে এনেছিলো। ৭.৯ ইঞ্চি ডিসপ্লের মিনি ডিভাসইটি উৎপাদন না করলেও ৯.৭ ইঞ্চি আইপ্যাড নিয়ে হাজির হতে পারে অ্যাপল। সম্প্রতি গুঞ্জন চলছে ১০.৫ ইঞ্চি ডিসপ্লের বেজেল লেস আইপ্যাড নিয়েও কাজ করছে অ্যাপল।
সূত্র: জিএসএম এরিনা
বিডি প্রতিদিন/ ১৮ মে ২০১৭/ ই জাহান