তাইওয়ানভিত্তিক ডিভাইস নির্মাতা এইচটিসি নতুন ফ্ল্যাগশিপ ইউ১১ স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। ডিভাইসটি গত বছর বাজারে আসা এইচটিসি ১০ স্মার্টফোনের পরবর্তী সংস্করণ।
এতে স্কুইজ ও এজ সেন্স ফিচার রয়েছে। স্কুইজ ফিচার থাকায় ফিজিক্যাল বাটন বা টাচস্ক্রিন ব্যবহার না করেই ফোনের কাঠামোতে হালকা চাপ দিয়ে ছবি তোলা ও বিভিন্ন অ্যাপ নিয়ন্ত্রণ করা যাবে।
ডিভাইসটির এজ সেন্স ফিচার বিভিন্ন কাজ সম্পাদনে ফোনের কাঠামোতে কতটুকু চাপ দিতে হবে তা নিয়ন্ত্রণ করবে। অ্যান্ড্রয়েড চালিত এ ডিভাইস চলতি বছরের দ্বিতীয়ার্ধে সরবরাহ শুরু হবে।
সূত্র: দ্য ভার্জ
বিডি প্রতিদিন/ ১৮ মে ২০১৭/ ই জাহান