সকালে উঠে নেট অন করে হোয়াটসঅ্যাপ খোলার সঙ্গে একগাদা ম্যাসেজ। আর তার মধ্যে অধিকাংশই ‘গুড মর্নিং’ কিংবা ‘সুপ্রভাত’। কখনও আবার ছবি। আর সেটি ডাউনলোড করতেই একই বার্তা। অথচ সেই ছবিতেই ভরে যাচ্ছে গ্যালারি।
বর্তমানের ডিজিটাল যুগে কম-বেশি সবাইকেই এই সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু একটু চেষ্টা করলে সহজেই এই সমস্যা থেকে মিলবে মুক্তি। শুধু অবলম্বন করতে হবে কয়েকটি উপায়। আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো এই প্রসংঙ্গে কিছু আলোচনা-
১। সবার প্রথমে যে কাজটি করা যায় সেটি হল, আপনার হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ অপশনে গিয়ে ‘ডেটা এবং স্টোরেজ ইউসেজ’ অপশনে যাবেন। তারপর সেখান থেকে ‘মিডিয়া অটো ডাউনলোড অপশন’–এ যেতে হবে। সেখানে গিয়ে ‘হোয়েন কানেকটেড’, ‘ওয়াই–ফাই’ এবং ‘হোয়াইল রোমিং’ অপশন তিনটিই ক্লিক করে বন্ধ করে দিন। তাহলেই আর হোয়াটসঅ্যাপে পাঠানো ‘গুড মর্নিং’ কিংবা ‘সুপ্রভাত’ লেখা ছবি ডাউনলোড হবে না।
২। ব্যবহার করতে পারেন গুগল ফাইলস গো অ্যাপ। গত বছর ডিসেম্বরে প্রকাশ্যে আসে এই অ্যাপটি। আর কয়েকদিনের মধ্যেই প্রায় ১০ মিলিয়ন ডাউনলোড করা হয় সেটি। আসলে হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের পুরনো ম্যাসেজ ডিলিট করা যায় এই অ্যাপের সাহায্যে। আর এর সাহায্যেই মুছে ফেলতে পারেন সবকিছু।
৩। আপনি ‘ব্লু টিক’ অপশনটিও বন্ধ করে রাখতে পারেন। তাহলে বিপরীতের ব্যক্তি বুঝবেন আপনি তার পাঠানো ছবি বা ‘গুড মর্নিং’ কিংবা ‘সুপ্রভাত’ লেখা মেসেজে উৎসাহী নন, তাহলেই তিনি ধীরে ধীরে এগুলি পাঠানো বন্ধ করে দেবেন।
৪। আপনি সেই ব্যক্তিকে ব্লক না করেও কাজ আদায় করতে পারেন। তাকে সরাসরি বলুন আপনাকে যেন এ ধরনের ম্যাসেজ তিনি যাতে না পাঠান।
৫। কোনও গ্রুপে যদি ‘গুড মর্নিং’ কিংবা ‘সুপ্রভাত’ ম্যাসেজ বেশি আসে সেক্ষেত্রে আপনি সেই গ্রুপটিকে ‘মিউট’ করে রাখতে পারেন। কিংবা ঘুমাতে যাওয়ার সময় ৮ ঘণ্টার জন্য সেটিকে ‘মিউট’ করে রাখতে পারেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর