সম্প্রতি নতুন একটি হেডফোন বাজারে নিয়ে এসেছে অডিও প্রতিষ্ঠান সেনহাইজার। নতুন এই হেডফোনের নাম এইচ-ই-ওয়ান। দাবি করা হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে দামি হেডফোন। ধারণা করতে পারছেন, এই হেডফোনের দাম কত? পাঁচ হাজার-দশ হাজার টাকা ভাবছেন? মোটেও না, এই হেডফোনের দাম ৮৬ হাজার সিঙ্গাপুর ডলার। যার বাংলাদেশি মুদ্রায় দাম আসে প্রায় ৫২ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা।
এই হেডফোনের দাম সত্যিই প্রায় ৫৩ লাখ টাকা। কর ব্যতীত এই দাম এসেছে। কর যুক্ত হলে এর দাম আরও বাড়বে। তবে এটাকে শুধু হেডফোন বললে ভুল হবে। এইচ-ই-ওয়ান মূলত একটি হেডফোন সিস্টেম। সেনহাইজারের এই হেডফোন দিয়ে এতো ভালো শব্দ শোনা যাবে যা আপনার কল্পনাতেও নেই। এছাড়া এর শব্দ হবে যেকোনো ধরনের কোলাহলমুক্ত।
পুরো হেডফোন সিস্টেমটির ওজন প্রায় ২৫ কেজি। ফলে সহজেই বুঝতে পারছেন এটা ব্যক্তিগতভাবে বাইরে ব্যবহারের সুযোগ নেই। তবে আপনি চাইলে ঘরের একটি নির্দিষ্ট জায়গায় এটা ব্যবহার করতে পারবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন